স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ৫২ জনের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। ২৩ মার্চ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে তাদের মাঝে ওই খাদ্যদ্রব্য তুলে দেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
জানা যায়, করোনা ভাইরাস আতঙ্কে জনজীবন অনেকটাই স্থবির। সমাজের দরিদ্র মানুষদের জীবনে নেমে আসছে দুর্ভোগ। দরিদ্র-অসহায় মানুষসহ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর প্রতি জেলা প্রশাসন সর্বদাই সহানুভূতিশীল। এরই ধারাবাহিকতায় শহরের বাগরাকসা এলাকায় বসবাসরত ৫২ জন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে চাল, ডাল, আলু, তেল, লবণ, মুড়ি বিতরণ করা হয়। সেইসাথে স্থানীয়ভাবে তৈরি মাস্ক এবং লিফলেট বিতরণসহ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।