স্মৃতির মিনার
ড. আবদুল আলীম তালুকদার
…………………………………………
সাত স্তম্ভ সপ্তবীরের
স্মৃতি আলেখ্যে গড়া
মহাকাল যায় ইতিহাস রচে
শহীদের রক্ত ক্ষরা।
মতিউর রউফ নূর মোহাম্মদ
এদেশের শ্রেষ্ঠ বীর
মাথা টান করা স্মৃতিসৌধ
শহীদের উঁচু শির।
এদেশের মাটি অতিশয় খাঁটি
জেনে হানাদারগণ
শাসন-শোষণ অবিচার করে
লুটে নেয় সব ধন।
রাতের আধাঁরে বাঙালির উপর
হত্যার হুলি খেলা
হায়েনার দল বুঝেছিল সেদিন
ফুরালো বুঝি বেলা।
অন্যায়ের প্রতিবাদী হয়ে
ফুসেছিল সারা দেশ
শত্রুর দল নিপাত যাক
হোক তারা নি:শেষ।
জেল-যুলুম অনাচার করে
দাবানো যাবে না কভূ
নতুন আশায় বীর বাঙালি
বুক বাঁধিলো তবু।
ছিনিয়ে আনলো নতুন সূর্য
প্রবীণ তরুণ যুবা
লাল সবুজের উড়ন্ত নিশান
স্বাধীন বাংলার শোভা।
প্রকাশনায়:- মইনুল হোসেন প্লাবন
কবি, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও উদ্যোক্তা:- শেরপুর কবি-সাংবাদিক ঐক্য পরিষদ, শেরপুর।।
মেইল : plabon.press@gmail.com