শ্যামলবাংলা ডেস্ক ॥ মহামারি করোনা ভাইরাসে জুভেন্টাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে আক্রান্ত হলেন ফরোয়ার্ড পাওলো দিবালা। সেই সঙ্গে তার সঙ্গিনী ওরিয়ানা সাবাতিনও আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহে দিবালার দেহে করোনার উপস্থিতি পরীক্ষা করা হয়। সেই থেকে আইসোলেশনে আছেন এ আর্জেন্টাইন সেনসেশন।
এক টুইটে পাওলো দিবালা জানান, ‘আমি আপনাদের জানাতে চাই যে আমরা কোভিড-১৯ পরীক্ষার ফলাফল হাতে পেয়েছি। আমি ও ওরিয়ানা (দিবালার সঙ্গিনী) ২ জনেই পরীক্ষায় পজিটিভ।’
এদিকে, করোনাভাইরাস সংক্রমণ মহামরি আকার ধারণ করায় পুরো বিশ্বের মতো থমকে গেছে ইতালির ফুটবল। জমজমাট সিরি আ’র লড়াই আবার কবে ফিরবে সেটাও এখন অনিশ্চিত।