শ্যামলবাংলা ডেস্ক : করোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠান ও স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ২১ মার্চ
শনিবার রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষাতে ওই সিদ্ধান্তগুলো নেওয়া হয় বলে সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে বিকেলে রাষ্ট্রপতির আদেশে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনও বাতিল করা হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে রবিবার থেকে ২দিনের ওই বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা ছিল।