তারুণ্যের জয়গান
মইনুল হোসেন প্লাবন
……………………………………………………………
সাহসীরাই সৌভাগ্যের দেখা পায়
তবে সৎ সাহসী হতে হয়।
মানুষকে মূল্যায়ন করেন যিনি
সকলের মাঝে তিনিই হলেন ‘তাজ’।
চেষ্টায় ভাগ্য তৈরীর সহায়ক
হতাশ হবেন না, আস্থা রাখেন।
সময় যদি আসে বশে্
সাফল্য তো আপনারই জন্য।
সুখ-দুঃখ চিরস্থায়ী নয়
রাগ নই, ধৈর্য ধরবেন।
করুণা নই, সহযোগিতা করেন।
কেউ আসে জয়ী হতে
কেউ আসে জয় করতে।
ভেতরে বুদ্ধি থাকতে গন্তব্যে পৌঁছতে পারে না
লক্ষ্য নির্ধারণের অভাবে।।
(সংক্ষিপ্ত)
*বি:দ্র: তরুণদের জন্য আমার লেখা অন্যতম একটি সেরা পদ্যের অংশবিশেষ এ কবিতাটি।।