নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাব, নালিতাবাড়ী নতুন পাঁচ সদস্যেদের হাতে যোগদান পত্র তুলে দেওয়া হয়েছে। ১৯ মার্চ বৃহস্পতিবার সকালে নতুন সদস্যদের হাতে যোগদান পত্র তুলে দেন প্রেসক্লাবের সভাপতি এমএ হাকাম হীরা ও সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটু। পরে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সূত্রে জানা গেছে, দৈনিক মানবজমিন, বাংলাদেশ
টুডে ও দৈনিক তথ্যধারার প্রতিনিধি মাহফুজুর রহমান সোহাগ, দৈনিক আমাদের সময় ও ইংরেজি দৈনিক অবজারভারের উপজেলা প্রতিনিধি এম. সুরুজ্জামান, দৈনিক নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি আব্দুল মোমেন, দৈনিক আলোকিত সকালের উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি সানী ইসলামকে প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে নেওয়া হয়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার তাদের হাতে যোগদান পত্র তুলে দেওয়া হয়।
ওইসময় অন্যান্যের মাঝে দৈনিক প্রথম আলোর প্রতিনিধি আবদুল মান্নান সোহেল, দৈনিক সংগ্রামের প্রতিনিধি আল হেলাল, দৈনিক খবরের প্রতিনিধি মঞ্জুরুল আহসান মঞ্জুসহ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি, সাধারণ সম্পাদকসহ নতুন ও পুরাতন সদস্যরা বক্তব্য রাখেন।