স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে শেরপুর জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের আয়োজনে ওই ম্যুরালের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা জাতীয় মহিলা সংস্থার
চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতেখার হোসেন কাফী জুবেরী, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের প্যনেল চেয়ারম্যান সাব্বির আহমেদ খোকন, সদস্য বিল্লাল হোসেন চৌধুরী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট। ওইসময় জেলা পরিষদের অন্যান্য সদস্য, কর্মকর্তা-কর্মচারীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় এক মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, জেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু মেমোরিয়াল ফাউন্ডেশনের অনুমোদনক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয় এডিপির অর্থায়নে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা ব্যয়ে ওই ম্যুরালটি নির্মাণ করা হয়েছে।