শ্যামলবাংলা ডেস্ক : দেশে নতুন করে আরও দুইজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন ইতালি থেকে আসা এবং অপরজন যুক্তরাষ্ট্র থেকে আসা। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, নতুন আক্রান্ত দু’জনই পুরুষ। একজন ইতালি এবং অপরজন যুক্তরাষ্ট্র থেকে এসেছেন। একজন ছিলেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে, আরেকজন একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি একজন আক্রান্তের সংস্পর্শে থেকে সংক্রমিত হয়েছেন।
নতুন এই দুইজনসহ দেশে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ১০ জনে। তাদের মধ্যে তিনজন বর্তমানে সুস্থ। গত ৮ মার্চ প্রথমবারের মতো দেশে করোনাভাইরাসে আক্রান্তের খবর জানায় আইইডিসিআর।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফো’র হিসাব অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে ৭ হাজার ১৭১ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৭০০ জন।
চীনে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৮১। এর মধ্যে তিন হাজার ২২৬ জনের মৃত্যু হয়েছে। চীনের পর সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ইতালিতে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৯৮০। এর মধ্যে দুই হাজার ১৫৮ জনের মৃত্যু হয়েছে।
করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৪১টি দেশে। ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।