স্টাফ রিপোর্টার ॥ বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে তুলে নিয়ে নির্যাতন ও মিথ্যা মামলা দেয়ার ঘটনাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১৬ মার্চ সোমবার দুপুরে শহরের ডিসি গেইটের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট এটিএম জাকির হোসেন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজা, প্রবীণ সাংবাদিক সুশীল মালাকার, জিএম আজফার বাবুল, এসএম শহীদুল ইসলাম, আদিল মাহমুদ উজ্জল, আছাদুজ্জামান মোরাদ, জিএইচ হান্নান, মহিউদ্দিন সোহেল, নুর-ই-আলম চঞ্চল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আরিফুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।