ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে ও পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৩ মার্চ শুক্রবার দুপুরে উপজেলার মানিককুড়া ও ধানশাইল গ্রামে ওইসব দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে উপজেলার মানিককুড়া গ্রামের আশরাফুল ইসলামের ৩ বছর বয়সী ছেলে সাজ্জাদ ও ধানশাইল গ্রামের মীর আলীর দেড় বছর বয়সী কন্যা লিমা।
জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে ঝিনাইগাতী উপজেলার মানিককুড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে সাজ্জাদ নিজবাড়ির পাশে বোরো জমিতে সেচকাজে ব্যবহৃত বৈদ্যুতিক মোটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে দ্রুত সাজ্জাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে একইদিন দুপুরে ধানশাইল গ্রামের মীর আলীর কন্যাশিশু লিমা সবার অজান্তেই নিজ বাড়ির গর্তের পানিতে পড়ে যায়। পরে টের পেয়ে পরিবারের লোকজন লিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।