স্টাফ রিপোর্টার ॥ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ‘ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্ণামেন্ট’ এর জন্য শেরপুরে অনুর্ধ্ব-১৫ বছর বয়সী ৬ ফুটবলার বাছাই করা হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে দিনব্যাপী ওই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। বাছাইকৃত ক্ষুদে ফুটবল খেলোয়াড়রা হলেন-মো. হামিদুর রহমান, হাসিবুল হাসান শান্ত, আকাশ আহমেদ, লাম মিয়া, সুজন আহমেদ ও জায়েদ বিন মারূফ। এছাড়া আরো চারজনকে স্ট্যাণ্ডবাই রাখা হয়েছে। তারা হলো-শাকিল আহমেদ, রাহাত ইসলাম, রাহুল মিয়া ও নূরনবী।
জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সাহা জানান, জেলার ৫ উপজেলা থেকে আগত অনুর্ধ্ব-১৫ বছর বয়সী ৩৮ জন ক্ষুদে ফুটবলারের মধ্য হতে ৬ জন ফুটবলারকে বাছাই করা হয়। বাছাইকৃত এসব খেলোয়াড়দের পরবর্তীতে ময়মনসিংহ বিভাগীয় দল গঠনের জন্য চুড়ান্ত বাছাইয়ে প্রেরণ করা হবে। ফুটবল কোচ সাধন বসাকের নেতৃত্বে এ বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করেন কোচ মো. জিন্নত আলী, মো. মজিবুর রহমান ও সৈয়দ বদরুল হক রেজভী। বাছাইয়ের জন্য আয়োজিত ফুটবল ম্যাচ পরিচালনা করেন রেফারী গোলাম শাহরিয়ার রবিন। সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন প্রধান অতিথি হিসেবে ওই ফুটবলার বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. খোরশেদ আলম, নকলা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাদেকুর রহমান প্রমুখ।