স্পোর্টস ডেস্ক : হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বুধবার সন্ধ্যা ৬টায়। সেখান থেকে খেলা সরাসরি দেখাবে গাজী টিভি ও বিটিভি।
এটি জিতলে প্রথমবারের মতো কোনো দলের বিপক্ষে একসঙ্গে তিন ফরম্যাটেই সিরিজ জিতবে বাংলাদেশ। পাশাপাশি পূর্ণাঙ্গ সিরিজে তিন সংস্করণ মিলিয়ে সব ম্যাচ জয়ও ধরা দেবে প্রথমবার। এ জোড়া অর্জনের ম্যাচে বিশ্রাম দেয়া হতে পারে ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে। তার স্থানে আরেক বাঁহাতি ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখকে খেলানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। শেষ ম্যাচে প্রথম টি-টোয়েন্টি একাদশ থেকে আরও দু’একটি পরিবর্তনের কথা ভাবছে বাংলাদেশ। বুধবার টিম মিটিংয়ে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। শফিউল ইসলামের জায়গায় খেলতে পারেন আল-আমিন হোসেন।
সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটি সামনে রেখে তরুণদের পরখ করে দেখতে চায় দল। তাই মূলত কয়েকটি স্থানে রদবদলের চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। স্বভাবতই গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে পরিবর্তন, অদলবদল আসছে। প্রথম টি-টোয়েন্টি জিতে ইতিমধ্যে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এর আগে একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে পরাজিত করেন টাইগাররা। এ ছাড়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজেও সফরকারীদের হোয়াইটওয়াশ করেন স্বাগতিকরা। এদিকে করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে শেষ ম্যাচের টিকিট বিক্রিও সীমিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একটির বেশি টিকিট কাউকে দেয়া হচ্ছে না। প্রথম ম্যাচের দিন বিকাল থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ : মোহাম্মাদ নাঈম শেখ, লিটন দাস, মেহেদী হাসান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মাদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম বিপ্লব, আল-আমিন হোসেন ও মোস্তাফিজুর রহমান।