স্টাফ রিপোর্টার ॥ মুজিব বর্ষ উপলক্ষে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে নতুন আধুনিক অগ্নি নির্বাপন গাড়ি যুক্ত হয়েছে। ১১ মার্চ বুধবার দুপুরে ১ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ওই নয়া গাড়ির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, ফায়ার সার্ভিস ষ্টেশনের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল বাশারসহ অন্যান্য কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আধুনিক ওই অগ্নি নির্বাপন গাড়িতে পানি ধরবে ১৮শ লিটার। গাড়িতে দুর্ঘটনা সংক্রান্ত উদ্ধারের জন্য রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। ফলে বিধ্বস্ত ভবন থেকে অতি সহজেই উদ্ধার করা যাবে জান-মাল। ঝড়ের কারণে পড়ে যাওয়া গাছ পালা দ্রুত রাস্তা থেকে সরানো যাবে।
জেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল বাশার জানান, এত আধুনিক গাড়ি আগে কখনও এ এলাকায় আসেনি। এটি মুজিববর্ষে শেরপুরবাসীর জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার।