নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় মাস্ক এর দাম বেশী রাখায় ৪ ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১০ মার্চ মঙ্গলবার রাতে ওই ৪ ব্যবসায়ীকে জরিমানা করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান।
জানা যায়, সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশের মত নকলা উপজেলাতেও মাস্কের চাহিদা ব্যাপক হারে বেড়ে গেছে। ওই সুযোগে নকলা বাজারের কিছু অসাধু ব্যবসায়ী গ্রাহকদের কাছ থেকে মাস্কের দাম বেশী নিচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্কের দাম বেশী রাখার সত্যতা খুঁজে পান। পরে নকলা বাজারের মাজেদুল স্টোর, ফ্যাশন ওয়ার্ল্ড, আলীম স্টোর, লাভলু খেলাঘর এ ৪ জন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।