ঝিনাইগাতী (শেরপুর প্রতিনিধি) ॥ শেরপুরের ঝিনাইগাতীতে অটোটেম্পু-অটোরিক্সা পরিচালনা কমিটির অনুমোদন দিয়েছে শেরপুর জেলা কমিটি। ৯ মার্চ সোমবার শেরপুর জেলা কমিটির সভাপতি সজিবুল আলম সুজন ও সাধারন সম্পাদক আলাল উদ্দিনের স্বাক্ষরিত ওই কমিটিতে শহিদুল ইসলাম (রজব)কে সভাপতি ও রাজু শেখকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ওই কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি নুরুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মহসিন মোল্লা, দপ্তর সম্পাদক হোসেন আলী, সহ-দপ্তর সম্পাদক মতিউর রহমান মতি, প্রচার সম্পাদক রুহুল মিয়া, সহ-প্রচার সম্পাদক রবিউল ইসলাম, কার্যকরী সদস্য রুহুল মিয়া।