বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অধরা খান অভিনীত ২ টি সিনেমা ‘মাতাল’ ও ‘নায়ক’ মুক্তি পেয়েছে। হাতে রয়েছে আরও কয়েকটি ছবি। তবে তার অভিনীত প্রথম ছবি ‘পাগলের মতো ভালোবাসি’ এখনো মুক্তি পায়নি। অপেক্ষা ছিল সেন্সর ছাড়পত্রের। অবশেষে রবিবার ‘পাগলের মতো ভালোবাসি’ অফিসিয়ালভাবে সেন্সর ছাড়পত্র পায়। এর ফলে এখন আর ছবিটির মুক্তিতে বাধা থাকলো না।
জানা গেছে, ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে ছবির কাহিনী। নির্মাতা শাহীন সুমনের পরিচালনায় ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিতে অধরার বিপরীতে অভিনয় করেছেন আসিফ নুর ও সুমিত সেন গুপ্তা। ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, জয় রাজের মতো অভিনেতা। নৃত্য পরিচালনা করেছেন সাইফ খান কালু ও নুহরাজ।
সিক্স ডি প্রোডাকশনস প্রযোজিত ছবিটির শুটিং শুরু হয় ২০১৬ সালে এবং এর শুটিং শেষ হয় চলতি বছরের শুরুর দিকে। সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ তৈরি করেছেন পরিচালক নিজেই। গান লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ। সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন ও আহমেদ হুমায়ুন।