ঝিনাইগাতী, (শেরপুর প্রতিনিধি) ॥ ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরের ঝিনাইগাতীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ সোমবার সকালে থানা পুলিশের উদ্যোগে স্থানীয় সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ওই সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি আনারুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার এস.আই হারুন অর রশিদ।
সমাবেশে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, কমিউনিটি পুলিশ ফোরামের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করতে পরিবার থেকে সচেতনতাবোধ সৃষ্টি করতে হবে। কেননা পরিবারের লোকজনের কাছ থেকে নারী ও শিশুরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়ে থাকেন। এ ক্ষেত্রে পুলিশের পাশাপাশি এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।