ads

রবিবার , ৮ মার্চ ২০২০ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি মোকছেদ আলীর ইন্তেকাল

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৮, ২০২০ ৯:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোকছেদ আলী মাস্টার (৯০) আর নেই। তিনি ৮ মার্চ রবিবার সন্ধ্যায় বাধর্ক্যজনিত কারণে শহরের মোবারকপুরস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আখেরমামুদের বাজার ভূমি মালিক সমিতির সভাপতি ডাঃ শরাফত আলীর পিতা। এদিকে প্রবীণ শিক্ষক ও সমাজসেবক মোকছেদ আলী মাস্টারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার বেলা আড়াইটায় নিজ এলাকায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Shamol Bangla Ads

জানা যায়, মোকছেদ আলী মাস্টার ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের আদর্শের রাজনীতির সাথে জড়িত ছিলেন। সে হিসেবে তিনি নিজ এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিচিত। পেশাগত জীবনে তিনি মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। পরবর্তীতে তিনি অবসর গ্রহণের পর একই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি এলাকার অন্যান্য শিক্ষা-ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। সেইসূত্রে তিনি পেশাগত ও রাজনৈতিক অঙ্গনসহ এলাকায় একজন পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!