স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ তুলশীমালায় আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান অতিক এমপি। ওইসময় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনে সর্বোচ্চ সতর্কতা আরোপের উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে শান্ত শেরপুরকে শান্ত রাখতে প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্তৃপক্ষের সক্রিয় ভূমিকা রাখার উদাত্ত আহবান জানান।
জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছারওয়ার জাহান, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান রওশন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, বিআরটিএ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, শহর কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতি, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ।
সভায় বিশ্বের নতুন আতঙ্ক করোনাভাইরাসের আক্রমণ থেকে সতর্ক থাকার পাশাপাশি গুজবরোধ, সীমান্ত অঞ্চলসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা, অবৈধ যানবাহন, যত্রঅত্র অটোবাইক অফিসের নামে চাঁদা আদায় বন্ধ, মাদক নির্মূলে অভিযান জোরদারকরণ, শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভসহ শহীদ মিনার অঙ্গন পরিচ্ছন্ন ও দখলমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণে সিদ্ধান্ত নেওয়া হয়। ওইসময় আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।