শ্যামলবাংলা ডেস্ক : আগামী ১৭ মার্চের পর থেকে অনলাইন নিউজপোর্টালগুলোর নিবন্ধন দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আশা করা যায় নিবন্ধনের পর অনলাইন নিউজপোর্টালগুলোতে শৃঙ্খলা ফিরে আসবে। ৪ মার্চ বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘স্বপ্নের সারথি শাহ আলমগীর’ শীর্ষক স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথা বলেন।
তিনি বলেন, রেজিস্ট্রেশন আহ্বান করা হয়েছে অনলাইন ও অনলাইন টিভির। সেখানে অনলাইন পোর্টালের রেজিস্ট্রেশনের জন্য তিন হাজারের বেশি আবেদন পড়েছে। আইপি টিভিগুলোকেও আমরা রেজিস্ট্রেশনের আওতায় আনার কথা বলছি। এখানে ৫০০-এর বেশি আবেদন পড়েছে। এর মধ্যে ১০০টির মতো অনলাইনের গোয়েন্দা প্রতিবেদন আমরা পেয়েছি। প্রতিষ্ঠিত অনলাইনগুলোকে প্রথম ধাপে রেজিস্ট্রেশন দেওয়া হবে। ১৭ মার্চের পর থেকে আমরা রেজিস্ট্রেশন দেওয়ার চেষ্টা করব। তবে নিশ্চিত করে বলতে পারছি না।
তথ্যমন্ত্রী বলেন, যুক্তিভিত্তিক সমাজের মাধ্যমে সমাজের পরিপূর্ণ বিকাশ ঘটে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যুক্তিভিত্তিক সমাজ গঠনে অপরিহার্য। তিনি বলেন, দেশে গণমাধ্যম ব্যাপক বিকাশ লাভ করেছে। কিন্তু সবার আগে সর্বশেষ সংবাদ পরিবেশনের প্রতিযোগিতায় সংবাদের গুণগত মান কমছে। সাংবাদিকতার গুণগত মানের উৎকর্ষ সাধন করা সবার দায়িত্ব। এ বিষয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও প্রেস কাউন্সিলকে প্রয়োজনীয় কর্মশালা আয়োজনের পরামর্শ দেন তিনি।
প্রয়াত সাংবাদিক শাহ আলমগীরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে হাছান মাহমুদ বলেন, তিনি একজন উঁচু মাপের সাংবাদিক ও ভালো মানুষ ছিলেন। প্রচারবিমুখ একজন মানুষ ছিলেন তিনি। তার আচার-আচরণ ও দক্ষতা সবসময় তাকে মুগ্ধ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জ্যেষ্ঠ সাংবাদিক ইশতিয়াক রেজা, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবনির্বাচিত সভাপতি কুদ্দুস আফ্রাদ এবং প্রয়াত শাহ আলমগীরের সহধর্মিণী ফৌজিয়া বেগম মায়া।