বিনোদন ডেস্ক : গত ৬ ডিসেম্বর সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৃজিতের রাজকুটিরে হয়েছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। রাজকীয় ওই অনুষ্ঠানে হাজির ছিলেন কলকাতার একঝাঁক তারকা।
সেই রেশ কাটিয়ে এবার দুজনেই নিজেদের কাজে মন দিয়েছেন। তারমধ্যে মিথিলা তার ভক্তদের জন্য সুখবর নিয়ে হাজির হচ্ছেন। মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত একটি ওয়েব সিরিজ। নাম ‘একাত্তর’। ভারতীয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ‘হইচই’- এ এটি মুক্তি দেয়া হবে খুব শিগগিরই। তানিম নূরের পরিচালনায় ওইা ওয়েব সিরিজে আরও দেখা যাবে বাংলাদেশের তারকা মোস্তফা মনোয়ার, ইরেশ যাকের, নুসরাত ইমরোজ তিশা, মোস্তাফিজুর নূর ইমরান, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, দীপান্বিতা মার্টিনসহ অনেককেই।
নির্মাতা প্রতিষ্ঠান ‘হইচই’ জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ তাদের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘একাত্তর’। তার আগে বৃহস্পতিবার (৫ মার্চ) এর কলাকুশলীদের উপস্থিতে প্রকাশ করা হবে ফার্স্ট লুক।