ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের গজনী অবকাশ পর্যটন কেন্দ্রের উঁচু-নিচু পাহাড়, সারি-সারি শালবন দেখে গেলেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। ৪ মার্চ বুধবার সকালে ঝিনাইগাতী উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র গজনী অবকাশ কেন্দ্রে বেড়াতে যান। ওইসময় ফুল দিয়ে ঝিনাইগাতী থানা পুলিশ, কমিউনিটি পুলিশিং ফোরাম, আওয়ামীলীগ, যুবলীগ, জাসদ, প্রেসক্লাবসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের (অমৃত লোক) গারো মা ভিলেজে র্যাব মহাপরিচালককে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গেষ্ঠীর মেয়েরা ফুল ছিটিয়ে ও গারোদের ভাষায় গান গেয়ে বরণ করেন। ওইসময় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন-অর-রশিদ বিপিএম, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূইয়া, শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, র্যাব-১৪’র উপ-পরিচালক তোফায়েল আহমেদ, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেদুল হাসান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) অবিরত রায়, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক, জেলা পরিষদ সদস্য আয়েশা সিদ্দিকা রূপালীসহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।