স্টাফ রিপোর্টার ॥ ‘মানবিক পুলিশের চোখে জনতার আকাক্সক্ষা লেখা থাকে’ এ বিশ্বাসকে ধারণ করে শেরপুরে আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দিতে হেলিকপ্টারযোগে শেরপুরে পৌঁছেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। ৩ মার্চ মঙ্গলবার দুপুর ১টায় শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে নির্মিত অস্থায়ী হেলিপ্যাডে নামেন তিনি। এরপর তিনি মধ্যাহ্নভোজসহ বিশ্রামের জন্য শহরের সার্কিট হাউজে চলে যান।
এদিকে হেলিকপ্টারযোগে পৌর পার্ক মাঠে নামার সাথে সাথে র্যাব ডিজি বেনজীরকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন-অর-রশিদ বিপিএম, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুইয়া ও শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন, র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর উপ-পরিচালক (পুলিশ সুপার) তোফায়েল আহমেদ, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, চেম্বার সভাপতি আসাদুজ্জামান রওশন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরুসহ অন্যান্যরা। ওইসময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বেলা আড়াইটায় তিনি জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। রাতে পুলিশ লাইন্স মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার কথা রয়েছে তার।
এদিকে র্যাব ডিজি ড. বেনজীর আহমেদের আগমন উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশ লাইন্স অঙ্গনকে সাজানো হয়েছে ভিন্ন সাজে। এছাড়া জেলা পুলিশ, পৌরসভা ও চেম্বার অব কমার্সের তরফ থেকে শহরের বিভিন্ন মোড়ে নির্মাণ করা হয়েছে শুভেচ্ছা তোরণ।