স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী উপলক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলার ঐতিহ্যবাহী টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে স্বাধীনতা মুক্তমঞ্চের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ২৯ ফেব্রুয়ারী শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ওই মুক্তমঞ্চের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ওইসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা পরিষদ সদস্য ও জাতীয় শ্রমিক লীগ শ্ররীবরদী শাখার আহবায়ক আবু জাফর।
টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মমিনুল ইসলাম মমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাণীশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ রানা, টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান, ভায়াডাঙ্গা এএম সিনিয়র মাদরাসার সভাপতি মোরাদ মিয়া, টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি আশিকুল ইসলাম ও মোস্তাক আহমেদ, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, রাণীশিমুল ইউপি শাখার জাতীয় শ্রমিকলীগের আহবায়ক ইউপি সদস্য মোত্তাকিন প্রমুখ।
উল্লেখ্য, শেরপুর জেলা পরিষদের ২ লক্ষ টাকা ও স্কুল কমিটির অর্থায়নে স্বাধীনতা মুক্ত মঞ্চ নির্মাণ করবে মেসার্স তানহা এন্টারপ্রাইজ।