স্টাফ রিপোর্টার ॥ ‘মানবিক পুলিশের চোখে জনতার আকাক্সক্ষা লেখা থাকে’ এ বিশ্বাসকে ধারণ করে শেরপুরে আগামী ৩ মার্চ মঙ্গলবার বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। ১ মার্চ রবিবার পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম ওই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ নারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় সহ-সভানেত্রী জিশান মীর্জা ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন-অর-রশিদ বিপিএম। এতে সভাপতিত্ব করবেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। র্যাব ডিজি ড. বেনজীর আহমেদ বিপিএম সস্ত্রীক হেলিকপ্টারযোগে মঙ্গলবার দুপুরে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে অবতরণ করবেন। এরপর তিনি সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ শেষে দুপুর আড়াইটায় পুলিশ লাইন্সস্থ বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানস্থলে পৌঁছবেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলমসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এদিকে র্যাব ডিজি ড. বেনজীর আহমেদের আগমন উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশ লাইন্স অঙ্গনকে সাজানো হয়েছে ভিন্ন সাজে। এছাড়া জেলা পুলিশ ও পৌরসভার তরফ থেকে শহরের বিভিন্ন মোড়ে নির্মাণ করা হয়েছে শুভেচ্ছা তোরণ।