গোপালগঞ্জ : গোপালগঞ্জে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগার পর একটি প্রাইভেটকারে বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ১ মার্চ রবিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে মুকসুদপুর উপজেলার দিগনগরে ওই দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান ওই তথ্য নিশ্চিত করে জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী প্রাইভেটকারটি দিগনগরে স্পিড ব্রেকার ক্রস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। তিনি আরো জানান, ঘটনাস্থলেই প্রাইভেটকারের তিনযাত্রী দগ্ধ হয়ে মারা যান। পুড়ে যাওয়া প্রাইভেটকারের আরও দুইজনকে উদ্ধার করে ভাঙ্গা হাসপতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফয়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করছে।