স্টাফ রিপোর্টার ॥ ‘বিভেদ নয়, একতায় মিলবে জয়’-এ শ্লোগানে শেরপুরে অনুষ্ঠিত হলো সম্প্রীতি ফুটবল খেলা। ২৬ ফেব্রুয়ারি বুধবার বিকেলে শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে অনুষ্ঠিত এ সম্প্রীতি ফুটবল খেলায় একুশে একাদশ ২-১ গোলে বর্ণমালা একাদশের বিরুদ্ধে জয়লাভ করে।
শেরপুর শহরের বিভিন্ন এলাকার ২৪টি ইয়ুথ গ্রুপের সদস্যদের সমন্বয়ে দুটি যুব ফুটবল দল গড়ে এ সম্প্রীতি ফুটবল খেলাটির অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৭০ মিনিটের তীব্র উত্তেজনাপূর্ণ এ খেলায় প্রথমার্ধের ২৭ মিনিটের সময় একুশে একাদশের পক্ষে আক্রমণভাগের খেলোয়াড় রশিদ প্রথম গোল করেন। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বর্ণমালা একাদশ প্রতিপক্ষের গোলমুখে মুহুর্মুহু আক্রমণ করলেও আক্রমণভাগের খেলোয়াড়দের গোলমিসের মহড়ায় বার বার হতাশ হতে হয়। কিন্তু দ্বিতীয়ার্ধের ২৩ মিনিটের সময় খেলার ধারার বিপরীতে একটি কাউন্টার এ্যাটাক থেকে মাঝমাঠের খেলোয়াড় ইব্রাহীম আচমকা গোল করলে একুশে একাদশ ২-০ গোলে এগিয়ে যায়। খেলার শেষ বাঁশি বাজার দেড় মিনিট আগে বর্ণমালা একাদশের আক্রমণভাগের খেলোয়াড় রকি মিয়া গোল করলে খেলার ফলাফল দাঁড়ায় ২-১। বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি) মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত ‘ইয়ুথ এজ চেঞ্জ এজেন্ট ফর সোসাল কোহেশন’ প্রকল্পের আওতায় এ খেলাটির আয়োজন করে। জেলা পুলিশ, জেলা ফুটবল এসোসিয়েশন ও জনউদ্যোগ শেরপুর কমিটি খেলাটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেন।
শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন খেলার উদ্বোধন করেন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি বিতরণ করেন। সম্প্রীতির এ ফুটবল খেলায় অংশগ্রহণকারী যুবদের উৎসাহ যোগাতে মাঠে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, পৌর কাউন্সিলর বাদশা মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, আইইডি’র প্রকল্প ব্যবস্থাপক মানিক পাল, কর্মসূচি ব্যবস্থাপক এসএম ইমতিয়াজ চৌধুরী, বিতার্কিক শুভংকর সাহা প্রমুখ। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। জঙ্গিবাদ, মাদকাসক্তি, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধজনক কর্মকান্ড থেকে যুবসমাজকে সুরক্ষা করে যুবদের মাঝে সম্প্রীতির বন্ধন গড়ে তোলার লক্ষ্যে এ ফুটবল খেলার আয়োজন করা হয় বলে জানান আইইডি’র কর্মসূচি ব্যবস্থাপক এসএম ইমতিয়াজ চৌধুরী।