ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভালুকা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (ভিবিও) লিঃ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। ভিবিও’র নিজস্ব ভবনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ভালুকা ভিবিও কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম। শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে এ বার্ষিক সভার শুভ উদ্বোধন করা হয়।
সমিতির সাধারন সম্পাদক মোঃ হাফেজ উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ম্যানেজার মোঃ ছামিউল হক,সদর ইউনিয়নের বনকালী গ্রামের ইউপি সদস্য রাকিব বাদশা প্রমুখ। এ সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয় হিসাব নিকাশ প্রকাশ করা হয়। সর্বোচ্চ শেয়ার সঞ্চয় ও নিয়মিত ঋণ পরিশোধকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এতে সমিতির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন। শেষে সমিতির সদস্যদের অংশ গ্রহনে ফ্রি র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।