মইনুল হোসেন প্লাবন, স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার পৌর এলাকার সুবিধাভোগী ১০৮ জন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে ৬০টি সেলাইমেশিন ও ৪৮টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে শহরের মীরগঞ্জ এলাকাস্থ বীর মুক্তিযোদ্ধা আবু বকর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কার্যকেেমর উদ্বোধন করেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এ.জেড মোর্শেদ আলীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম সাব্বির আহমেদ খোকন, সহকারি প্রকোশৌলী আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম উদ্দিন তরফদার সুজন, যুবলীগ নেতা ওয়াসিম আক্রাম, জেলা পরিষদের হিসাব রক্ষণ কর্মকর্তা উত্তম দে, কর্মকর্তা সাইফুল ইসলাম, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. শরাফত আলী, আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান, ডা. এসআরডি আলম, ছাত্রলীগ নেতা শাহনুর রহমান শাহিন, তানভীর আহমেদ পাপ্পু, আব্দুল কুদ্দুস মোয়াজ, বিপুল মিয়া, জহির আহমেদ, সুমন মিয়া ও মনোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।