স্টাফ রিপোর্টার : ‘তথ্যই শক্তি, জানবো জানাবো দুর্নীতি রুখবো’ এ শ্লোগানকে ধারণ করে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ বি এম এহছানুল মামুন। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সক্রিয় হতে হবে। ওইসময় তিনি আগামী ৩ দিনের মধ্যে উপজেলার সকল সরকারি-বেসরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আপিল কর্মকর্তার নাম ফলক টানানো ও ৭ দিনের মধ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌর মেয়র মো: আবুবক্কর সিদ্দিক, সনাক সভাপতি এন এম সাদরুল আহসান, টিআইবির কর্মসূচি ব্যাবস্থাপক চিত্ত রঞ্জন রায়, আঞ্চলিক ব্যবস্থাপক আতিকুর রহমান সুমন, জোবায়দা খাতুন প্রমুখ। মেলায় প্রাতিষ্ঠানিক তথ্যভান্ডার উপস্থাপন ও জনগণের সাথে মতবিনিময়ের পাশাপাপাশি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরফিন জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
উল্লেখ্য, মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে শুভেচ্ছা স্মারক ও অভিনন্দনপত্র প্রদান, তথ্য অধিকার আইন এবং মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় সনাক-এর ইয়েস গ্রুপ পরিচালিত ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক থেকে দর্শনার্থীদেরকে সরকারি-বেসরকারি দপ্তরে তথ্যের জন্য আবেদন করার কৌশল শেখানো হয়। সরকারি ও বেসরকারি দপ্তরের ২৪টি স্টল মেলায় স্থান পায়।