জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) ॥ দেশব্যাপি অবৈধ নদী দখলদারদের উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে শেরপুর জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে শেরপুরের নকলার সুতি নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দিনব্যাপি পরিচালিত ওই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল এবং পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মাজহারুল ইসলাম।
অভিযানকালে প্রকৌশলী মাজহারুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, সুতি নদী থেকে শুরু করে পুরাতন ব্রহ্মপুত্র নদ পর্যন্ত প্রায় ১০ কি.মি. নদী থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে পুনরায় খনন কাজের জন্য চলতি অর্থ বছরেই দরপত্র আহবান করা হবে এবং নদী খননের ফলে পানির স্বাভাবিক প্রবাহ বৃদ্ধিসহ মাছচাষ এবং শুষ্ক মৌসুমে নদীর সঞ্চিত পানি কৃষিকাজে ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে। তাছাড়া নদীর দু’পাড়ে সবুজ বনায়ন সৃষ্টির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষারও পরিকল্পনা রয়েছে। অভিযানকালে ৪ একর ৫৫ শতক জায়গার ওপর অবৈধ দখলদারদের ২২টি পুকুর উচ্ছেদ করা হয়। ওইসময় প্রশাসনিক কর্মকর্তা, সংশ্লিষ্ট ভুমি অফিসের কর্মকর্তা-কর্মচারি এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।