ময়মনসিংহ প্রতিনিধি ॥ পদ ও বেতন গ্রেড পরিবর্তনের দাবিতে মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনের কার্যালয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসে কর্মরত কর্মচারীদের ( গ্রেড ১৩-১৬), পদ ও বেতন পরিবর্তনের দাবিতে ৩ দিনের পূর্ণ দিবস কর্মবিরতির প্রেক্ষিতে সারাদেশের ন্যায় ময়মনসিংহ বিভাগের মাঠ প্রশাসনের কার্যক্রম অচল হয়ে পড়েছে। ফলে সর্বস্তরের জনসেবা ব্যাহত হচ্ছে।
বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারি সমিতি (বাবিককাকস ) ও বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটির ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি হিসেবে মঙ্গলবার থেকে ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনের কার্যালয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি এর স্বস্ব অফিসের সামনে কর্মরত কর্মচারীদের তিনদিনের পূর্ণ দিবস কর্মবিরতি ও সমাবেশ পালন করে।
বিভাগীয় কমিশনের কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন বাবিককাকস বিভাগীয় শাখার সভাপতি মোঃ ফারয়াজ হোসেন ও সাধারণ সম্পাদক বোরহান সারোয়ার্দী, সাংগঠনিক সম্পাদক ননী গোপাল দে, উপদেষ্টা আব্দুল জলিল, কোষাধ্যক্ষ শাকিল আহম্মেদ, শফিকুল ইসলাম ফরহাদ প্রমুখ।
এছাড়াও ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তিনদিনের পূর্ণ দিবস কর্মবিরতি ও সমাবেশে বক্তব্য রাখেন নাহিদুর রহমান, আবুল হাসেম, মোশাররফ হোসেন তালুকদার, জান্নাতুল ফেরদৌসী, শেখ আরিফ আহম্মেদ জনি, চন্দন কুমার পালসহ বাকাসস জেলা নেতৃবৃন্দ।