স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে উন্নয়ন সংস্থা আশার আয়োজনে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ বিষয়ে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে।
আশার কেন্দ্রিয় কার্যালয়ের যুগ্ম উপ-পরিচালক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম মির্ধা, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্রাম হোসেন, আশার ময়মনসিংহ বিভাগীয় ব্যবস্থাপক শ্যামল কুমার ধর, অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থাপক শাহ আলম খান, শেরপুর জেলা ব্যবস্থাপক আব্দুল কাদির, আঞ্চলিক ব্যবস্থাপক মতিউর রহমান, আশা কেন্দ্রিয় কার্যালয়ের সিনিয়র শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী, জামালপুরের শিক্ষা কর্মকর্তা শেখ ফরিদ, শিক্ষক সেবিকা দিলরূবা আক্তার।
সম্মেলনে জানানো হয়, আশার প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় ১৮ হাজার ৭৫০টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ১৮ হাজার ৭৫০ জন শিক্ষা সেবিকা ৫ লাখ শিশুকে শিক্ষা সহায়তা প্রদান করছেন। এর মধ্যে শেরপুর জেলায় ১৯৪টি কেন্দ্রের মাধ্যমে ৫ হাজার ৩৮১ শিশুকে শিক্ষা সহায়তা প্রদান করা হচ্ছে। এদের মধ্যে ১ হাজার ১২৯ টি শিশু আশা সদস্যদের সন্তান। ওই কর্মসূচি বাস্তবায়নের জন্য ২০১৯-২০ অর্থবছরে আশার পক্ষ থেকে ৪৮ কোটি ৩২ লাখ ২৯ হাজার ৩৪১ টাকা বরাদ্দ করা হয়েছে।
সম্মেলনে আশার শেরপুর জেলার শতাধিক শিক্ষা সেবিকাসহ রিজিওনাল ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, শিক্ষা কর্মকর্তা ও সুপারভাইজারগণ অংশ গ্রহণ করেন।