শ্যামলবাংলা ডেস্ক : তাজমহলকে এক পলক দেখার জন্য ব্যাকুল হয়ে থাকে মানুষ। ঐতিহাসিক এই স্থাপনা দেখে মুগ্ধ হননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এবার সেই তাজমহল দেখে মুগ্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ২৪ ফেব্রুয়ারি সোমবার বিকালে সপরিবার তাজমহল যান ট্রাম্প। ট্রাম্পের জন্য আগে থেকেই সেজে উঠেছিল তাজমহল।
আগ্রায় ট্রাম্পকে স্বাগত জানান উত্তরপ্রদেশের গভর্নর আনন্দীবেন পটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
তাজমহলে পৌঁছে ফটোশুট করেন ডোনাল্ড ট্রাম্প। ভিজিটরস বুকে লিখেন। ট্রাম্প লিখেন, ‘তাজমহল অনুপ্রাণিত করে। ভারতীয় সংস্কৃতির সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সৌন্দর্যের এক কালজয়ী প্রমাণ এটা। ধন্যবাদ ভারত।’ তার নীচে সই করেন ডোনাল্ড এবং মেলানিয়া ট্রাম্প।
সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে গুজরাটের আমেদাবাদে পা রাখেন ট্রাম্প। বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এবং জামাতা জ্যারেড কুশনারও একই সঙ্গে সেখানে পৌঁছান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে বিমানবন্দরে তাদের স্বাগত জানান। এটাই ট্রাম্পের প্রথম ভারত সফর।