মইনুল হোসেন প্লাবন, স্টাফ রিপোর্টার ॥ ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে বৃহত্তর ময়মনসিংহের শেরপুরের এই জনপদে নেতৃত্বদানকারী সাহসী ব্যক্তিত্ব, শেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের গর্ব-কৃতি সন্তান মরহুম ভাষা সৈনিক রফিক উদ্দিন মাস্টারের নামে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘রফিকনগর সমাজ উন্নয়ন পরিষদ’র উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারী শুক্রবার প্রথম প্রহরে রফিকনগর সমাজ উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট গোলাম হক সরকারের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করেন। এ ছাড়া ২২ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় রফিকনগর সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে “ভাষা সৈনিক রফিকনগর জামে মসজিদ” সংলগ্ন মাঠে সংগঠনের সভাপতি এডভোকেট গোলাম হক সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, কবি ও প্রাবন্ধিক এবং শেরপুর সরকরী মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. আবদুল আলীম তালুকদার এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহসীন আলী আকন্দ। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কবি সংঘ বাংলাদেশের সভাপতি বিশিষ্ট সাংবাদিক কবি তালাত মাহমুদ, স্থানীয় পশু চিকিৎসক শামসুদ্দিন, ৯ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ইদ্রিস আলী গেন্দাকুল, অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক ফরহাদ হোসাইন, অবসর প্রাপ্ত ব্যাংকার আলহাজ্ব আতাহার আলী, সফল অভিভাবক মোশারফ হোসেন প্রমূখ।
প্রধান অতিথি ড. আবদুল আলীম তালুকদার তার বক্তব্যে মহান ভাষা আন্দোলনে ভাষা সৈনিক রফিক উদ্দিন মাস্টারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, আমাদেরকে ভাষা সৈনিক রফিক উদ্দিন মাস্টারের আদর্শে অনুপ্রাণিত হয়ে পথ চলতে হবে। এলাকার ঘরে ঘরে যেন ভাষা সৈনিক রফিক উদ্দিন মাস্টারের মত দেশপ্রেমিক মানুষ গড়ে উঠে, সে জন্য তিনি উপস্থিত সকলকে ভাষা সৈনিক রফিক উদ্দিন মাস্টারের আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন-যাপন করতে বলেন।
প্রধান আলোচক মুহসীন আলী আকন্দ মহান ভাষা আন্দোলনের ঐতিহাসিক পটভূমি ব্যাখ্যা করে মহান ভাষা আন্দোলনে ভাষা সৈনিক রফিক উদ্দিন মাস্টারের বীরত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, বর্তমান প্রজন্মকে ভাষা সৈনিক রফিক উদ্দিন মাস্টারের আদর্শে অনুপ্রাণিত হয়ে সামনে এগিয়ে যেতে হবে। কবি তালাত মাহমুদ তার বক্তব্যে পৃথিবীর সকল মানুষের মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখার অঙ্গিকার ব্যক্ত করে বলেন, পৃথিবীর সকলভাষাকে মর্যাদা দিতে হবে। বৃহৎ জনগোষ্ঠীর চাপে যেন ক্ষুদ্র জনগোষ্ঠীর মাতৃভাষা বিলীন না হয়, তিনি সেদিকে সকলের দৃষ্টি রাখার পরামর্শ দেন।
উল্লেখ্য, সভায় রফিকনগর সমাজ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথি এবং প্রধান আলোচককে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। রফিকনগর সমাজ উন্নয়ন পরিষদ সাফল্যের চতুর্থবর্ষ অতিক্রম করায় উক্ত সভায় শেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের ৪ জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন- ফরহাদ হোসাইন, মোশারফ হোসেন, আলহাজ্ব আতাহার আলী ও আলহাজ্ব মোকছেদুর রহমান তালুকদার। সভা শেষে সকল ভাষা শহীদ এবং ভাষা সৈনিক রফিক উদ্দিন মাস্টারসহ সকল মরহুম ভাষা সৈনিকদের আত্নার শান্তি কামনা এবং জীবিত সকল ভাষা সৈনিকদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ভাষা সৈনিক রফিকনগর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাসুম বিল্লাহ্।