ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি রাত ১২ টা ১ মিনিটে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, থানা-পুলিশ, উপজেলা যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক, ছাত্র-শ্রমিক, কৃষক সংগঠণের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুস্পস্তবক অর্পণ করে।
শুক্রবার সকালে শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক প্রমুখ।