নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় বিশেষ অভিযানে ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ ফেব্রুয়ারি বুধবার রাতে উপজেলার ধনাকুশা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে ধনাকুশা পূর্বপাড়া এলাকার কফিল উদ্দিনের পুত্র জাহিদুল (৩০), আলমাস আলীর পুত্র সবুজ (৩০), সুরুজ আলীর পুত্র মইন উদ্দিন (৩৫), মৃত. আজগর আলীর পুত্র খোরশেদ আলম (৩৩), মৃত. বদিউজ্জামানের পুত্র আলম (২৬), মৃত. আব্দুল মজিদের পুত্র মোকসেদ আলী (৪০)।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ জানান, থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজীব ভৌমিক ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রতন চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে জুয়ার আসর থেকে জুয়া খেলা অবস্থা তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরে বৃহস্পতিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।