খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, কর্মস্থলে থেকে জনগনের চিকিৎসা সেবা যেন নিশ্চিত করা হয়। জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ৩১ শয্যার এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের সমাধানের পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রাদী, চিকিৎসকদের আবাসন সমস্যাসহ সকল সমস্যা জরুরী ভিত্তিতে যাতে সমাধান হয় এ ব্যাপারে সে ব্যবস্থা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সংসদ সদস্য চাঁন ৫০ শয্যায় উন্নীত করণ, নতুন ও পুরাতন ভবন গুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি ওইসব কথা বলেন।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক, সাবেক উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা কৃষক লীগের সভাপতি শাহাজ উদ্দিন সাজু, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ঝিনাইগাতী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবদীন খানসহ যুবলীগ ও কৃষক লীগের নেতা-কর্মীরা।
পরে সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন দলীয় নেতা-কর্মীদের নিয়ে ২৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বাফার গোডাউন পরিদর্শন করেন। সার গোডাউন পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, উপজেলা কমিউনিটি পুলিশ ফোরামের সভাপতি আনারুল্লাহ, সাধারণ সম্পাদক একেএম বেলায়েত হোসেন প্রমুখ। সংসদ সদস্য বলেন, এ গোডাউনে কৃষকদের জন্যে ১০ হাজার মেট্রিক টন সার সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত সার শেরপুর জেলাসদরসহ অন্যান্য স্থানে সরবরাহ করা যাবে। এতে কৃষকরা কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে উৎসাহিত হবে।