স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সিএনজিচালিত অটোরিক্সা ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চাঁন মিয়া (৪০) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। ১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের শেরপুর-জামালপুর সড়কের সাতপাকিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। ওইসময় সিএনজির আরও ৪ যাত্রী আহত হয়েছেন। নিহত চাঁন মিয়া পাশ্ববর্তী জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। আহতরা হচ্ছে একই গ্রামের আব্দুর রহিম (৫৫), তার ছেলে সোহাগ মিয়া (২০), গোলাম হোসেনের ছেলে সুফল মিয়া (২৫) ও বেঙ্গালুর ছেলে সোহেল মিয়া (২৮)।
জানা যায়, পাশ্ববর্তী জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে বুধবার দুপুরে একটি সিএনজিচালিত অটোরিক্সা জামালপুর যাবার পথে শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া গ্রামে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সাথে ওই সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ৫ যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে হলে কর্তব্যরত চিকিৎসক চাঁন মিয়াকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানার পুলিশ সিএনজিটিকে থানায় নিয়ে গেলেও বালুবাহী ট্রাক ও চালক পলাতক রয়েছে।