তালাত মাহমুদ (বিশেষ প্রতিনিধি) ॥ ষোড়শ শতাব্দীর শেরপুর পরগনার শেষ স্বাধীন মুসলিম শাসক শেরআলী গাজী (রঃ) এর গাজীরখামার ইউনিয়নের গিদ্দাপাড়ায় অবস্থিত মাজার শরীফে বার্ষিক ওরস মোবারকের ৫ম দিনে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে গাজীরখামার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. আবদুল আলীম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কবি সংঘ বাংলাদেশ-এর সভাপতি কবি, সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ ও গাজীরখামার ইউনিয়নের চেয়ারম্যান আওলাদুল ইসলাম আওলাদ।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কামরুল হাসান বাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওরশ মেলার ইজারাদার আঃ জলিল সরকার, শেরপুর সদর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী মাসুদ, নূরুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, যে সাধক সিদ্ধ পুরুষের নামানুসারে শেরপুর জেলার নামকরণ হয়েছে সেই শেরআলী গাজীর জীবনের অনেক গুরুত্বপূর্ণ অজানা ঘটনা তুলে ধরে অতিথি ড. আবদুল আলীম তালুকদার ও কবি-সাংবাদিক-কলামিষ্ট তালাত মাহমুদ শেরআলী গাজী (রঃ) এর মাজারকে প্রকৃত ইসলাম চর্চার প্রাণকেন্দ্রে পরিণত করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে গভীর রাত পর্যন্ত কয়েক হাজার ভক্ত অনুরক্তের উপস্থিতিতে আধ্যাত্মিক, দেহতত্ব ও মারেফতি গানের আসর চলে।