(২১শে ফেব্রুয়ারী- শহীদ দিবস উপলক্ষ্যে বিশেষ কবিতা)
একুশ আমার অহংকার
মইনুল হোসেন প্লাবন
……………………………………………………..
ভাষার বুকে গভীর ক্ষত, ভাষার বুকে রক্ত
ভাষার শরীর ভাঙ্গনের দিকে
যন্ত্রণা অসীম-অব্যক্ত।
বর্ণ-শব্দ-বাক্য হানাহানি করে
শব্দের গাঁয়ে কালির আঁচড়
বাক্য গুমরে মরে।
বুলেটের গায়ে বর্ণ বাঁধা
সাম্প্রদায়িক ধর্ম পারায়
ফাঁস ভাষায় গলায়।
তোমার ভাষা আমার ভাষা সহাবস্থান কই!
ঘৃণার আগুন পুড়ায় দেখ
কতো ভাষার বই।
তবু ভাষা-তবু শহীদ কতো তরতাজা প্রাণ
মাতৃভাষা তোমারই জন্য
আজ এখনো রক্তে ম্লান।
মনে আছে কি? একুশ তারিখের কথা!
ওই দিনে দিয়েছিলো প্রাণ
হাজারো বীর শহীদেরা।
একুশের আন্দোলনের ফল
মোরা পেয়েছি একাত্তোরে
৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে।
ফিরে পেয়েছি মোদের মাতৃভাষা
পেয়েছি লাল-সবুজের পতাকা
তাই তো- একুশ আমার অহংকার।