মইনুল হোসেন প্লাবন, স্টাফ রিপোর্টার ॥ মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’র বৃহত্তর ময়মনসিংহ বিভাগ এর কো-অরডিনেটর নির্বাচিত হয়েছেন শেরপুর জেলা শাখার চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক নুর ই আলম চঞ্চল। ১৭ ফেব্রুয়ারী সোমবার সকালে ‘আমাদের আইন’ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, সাবেক অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোঃ রফিউদ্দিন ও ‘আমাদের আইন’ কেন্দ্রীয় কমিটির কো অরডিনেটর এডভোকেট এ. জেড. এম. আব্দুস সবুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই খবর নিশ্চিত হওয়া গেছে।
এ ব্যাপারে নুর ই আলম চঞ্চল শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, আমি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। আমি মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’র শেরপুর জেলা শাখার চেয়ারম্যান হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে আমাকে সর্বদা সহযোগিতা করে যাচ্ছে কমিটির সেক্রটারী নাজমুল আলমসহ অন্যান্য সদস্যরা। বৃহত্তর ময়মনসিংহ বিভাগ এর কো-অরডিনেটর নির্বাচিত হয়ে আমার দায়িত্ব আরও বেড়ে গেলো। বিগত দিনে ‘আমাদের আইন’র কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সম্প্রতি শেরপুর সদর উপজেলা শাখার কমিটি অনুমোদন দিয়েছি। সংগঠনের গতি আরও বৃদ্ধি করতে সামনের দিনগুলোতে শেরপুরের অন্যান্য উপজেলাসহ শহর কমিটিও আমরা অনুমোদন দিবো।
আমারা মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’র পক্ষ থেকে দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেছি, শেরপুর জেলাকে পলিথিনমুক্ত করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের নিউ মার্কেট পায়রা চত্বরে মানববন্ধন করেছি, গবীর অসহায়দের পাশে এসে সাহায্য-সহযোগিতার হাত দাঁড়িয়েছি। ভবিষ্যত দিনগুলোতেও আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে। এ জন্য সকলের সার্বিক সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য।
জানা যায়, নুর ই আলম চঞ্চল শেরপুর শহরের উপকন্ঠ মীরগঞ্জ এলাকার বাসিন্দা। বাবা নূরল ইসলাম ও মা মাজেদা ইসলাম এর প্রথম সন্তান তিনি। তার ২ ছোট ভাই শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট ও রেডক্রিসেন্ট সোসাইটি শেরপুর জেলা ইউনিটের যুব প্রধান, সংগীত শিল্পী ইউসুফ আলী রবিন। নুর ই আলম চঞ্চল ১৯৯৯ সালে শেরপুর সরকারী ভিক্টোরিয়া একাডেমী থেকে এস.এস.সি, শেরপুর সরকারী কলেজ থেকে এইচএসসি ও বিএ (ডিগ্রী) এবং ময়মনসিহের আনন্দ মোহন কলেজ থেকে এম এ ( দর্শন)সহ এল.এল.বি কোর্স সম্পন্ন করেন। তার স্ত্রী জোনাকী বেগম বাংলাদেশ পুলিশে জামালপুর জেলার বকসীগঞ্জ থানায় এএসআই পদে চাকুরীরত আছেন। তাদের সংসারে রয়েছে ১টি সন্তান। সে মাদ্রাসায় ২য় শ্রেণিতে পড়ে।
মানবাধিকার সংস্থা ‘ আমাদের আইন’র বৃহত্তর ময়মনসিংহ বিভাগ এর কো-অরডিনেটর নির্বাচিত হওয়ায় নুর ই আলম চঞ্চ কে অভিনন্দন জানিয়েছেন শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি, শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ‘আমাদের আইন’ শেরপুর জেলা শাখার সেক্রটারী নাজমুল আলম, জয়েন্ট সেক্রেটারী এইচএ ইতি, শান্ত রায়, ‘আমাদের আইন’র সদর শাখার সভাপতি জয়নাল আবেদীন হাজারী, সাধারণ সম্পাদক মনিরুজ্জমান মনির, সাংগঠনিক সম্পাদক, তরুণ কবি-সাংবাদিক মইনুল হোসেন প্লাবন প্রমুখ।