ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে থানা পুলিশের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফ্রেব্রুয়ারি সোমবার উপজেলার বনগাঁও জনতা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক।
গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান মন্টুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বনগাঁও জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি আনারুল্লাহ, সাধারণ সম্পাদক এ.কে.এম বেলায়েত হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম প্রমুখ। সমাবেশে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।