স্টাফ রিপোর্টার ॥ টেকনিক্যাল স্কেলে ও পদমর্যাদার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হাম-রুবেলা টিকা ও সকল প্রশিক্ষণ বর্জনের ঘোষণা দিয়েছেন শেরপুরের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীবৃন্দ। এতে করে আগামী ২৯ ফেব্রুয়ারি সারাদেশে হাম-রুবেলার টিকা নিয়ে অনিশ্চিতা দেখা দিয়েছে। ১৫ ফেব্রুয়ারি শনিবার সকালে জেলা সিভিল সার্জন অফিসের সামনে ওই কর্মবিরতি পালন করেন তারা।
ওইসময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এ্যাসিসটেন্ট এসোসিয়েশন শেরপুর জেলা শাখার সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক, জোবাইদুল হক, সদর উপজেলার সভাপতি গোলাম কিবরিয়া, জেলা মনিটরিং সেলের নাজমুল আলম রানা, স্বাস্থ্য সহকারি শারমিন, কল্পনা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের ডাকে সারাদেশে এই কর্মসূচি চলছে। দাবি বাস্তবায়ন না হলে আগামী ২২ ফেব্রুয়ারী থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।