স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেছেন সুশাসন ও সমাজতন্ত্রের বাংলাদেশ গড়ার লড়াইকে আগামী দিনে আরও শাণিত করতে হবে। তিনি ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় শেরপুর পৌর অডিটোরিয়ামে জেলা জাসদের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
ড. আনোয়ার হোসেন বলেন, মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে কৃষক-শ্রমিক-মেহনতি জনতার আশা-আকাংখাকে ধারণ করে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে বিপ্লবী চেতনায় মুক্তির চিরন্তর প্রত্যয়ে জন্ম নিয়েছিল জাসদ। সেই থেকে দলটি দেশের প্রতিটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক লড়াই-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, দেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসলেও আজও দেশ থেকে শোষণ-বঞ্চনার অবসান হয়নি। ঘুষ-দূর্নীতি ও অপশাসনের রাজনীতি আর লুটেরা-টেন্ডারবাজদের দৌরাত্ব কমেনি। তাই আগামী দিনের রাজনীতি কি হবে- তা নির্ধারণের সময় এসেছে। জাসদ আগামী দিনে সেই রাজনীতির দিকে অগ্রসর হবে এবং সেই রাজনীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে জাসদ নেতৃত্ব দেবে। এ জন্য তিনি দলের নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে আহবান জানান।
জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান ও এডভোকেট সাদিক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির ও কেন্দ্রিয় সহ-সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব আ.স.ম সোহেল নয়ন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক বিপ্লব দে লব, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু, সহ-সভাপতি লাল মোঃ শাহাজাহান কিবরিয়া, ছামিদুল হক, মিজানুর রহমান প্রমুখ।