জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) : শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে শেরপুরের নকলায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রæয়ারি মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা ভাইস-চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আাব্দুর রশিদ, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমান, কৃষি ব্যাংক নকলা শাখার প্রতিনিধি মর্তুজ আলী প্রমুখ।
ওইসময় সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা তারিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আম্বিয়া খাতুন, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ মজিবর রহমান, বিএডিসি হিমাগারের উপ-পরিচালক রফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনিম, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, ট্রাফিক ইন্সপেক্টর সাহাব উদ্দিন, যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেলসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সুধী এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন বিষয়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।