ads

রবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২০ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজই হোক বিশ্বজয়; শিরোপা জিততে বাংলাদেশের দরকার ১৭৮

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০২০ ৯:১৫ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : বছরের পর বছর ক্রিকেট খেলে গেলেও এই একটা গৌরব কখনোই অর্জন করতে পারেনি বাংলাদেশ। ত্রিদেশীয় বা এশীয় পর্যায়ের ফাইনালই যেখানে ‘জুজু’র মতো তাড়িয়ে বেড়িয়েছে, সেখানে ‘বিশ্বের চ্যাম্পিয়ন’ ছিল দূর অস্ত! তবে তারুণ্যের নিশান উড়িয়ে আরাধ্যের সেই স্বপ্নপূরণের খুব কাছে দাঁড়িয়ে আজ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে লাল-সবুজের প্রতিনিধিরা নামছেন যুব বিশ্বকাপের ফাইনালে; প্রতিপক্ষ যেখানে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ইতিবাচক আগামীর স্বপ্ন দেখানো যুবারা সুদূর আফ্রিকায় বিশ্বকাপ ট্রফি হাতে তুলতে পারবেন? উত্তরের জন্য অপেক্ষা বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হতে যাওয়া খেলায়।
জাতীয় বা বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের কোনো দল আইসিসি আয়োজিত বিশ্বকাপের ফাইনাল খেলছে এই প্রথম। তুলনায় ভারত এই মঞ্চে বেশ পুরোনো। টুর্নামেন্টের আগের ১২ আসরের ছয়টিতেই ফাইনাল খেলেছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল, চ্যাম্পিয়ন হয়েছে চারটিতে। যার শেষটি ২০১৮ সালে। বিপরীতে বাংলাদেশের এর আগে সর্বোচ্চ সাফল্য ছিল ২০১৬-তে সেমিফাইনাল খেলা। আকবর আলীর নেতৃত্বাধীন বর্তমান দল তাই ফাইনালে ওঠার মাধ্যমেই ইতিহাস গড়ে ফেলেছে। আজ কেবল পূর্ণতা দেওয়ার পালা।

Shamol Bangla Ads

সাম্প্রতিক অতীত বিবেচনায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল বাংলাদেশের জন্য প্রতিশোধের মঞ্চও। গত বছরে ভারতের কাছে দুটি ফাইনাল হেরেছে বাংলাদেশ। একটি শ্রীলংকায় অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে, আরেকটি ইংল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টে। এর আগের বছর এশিয়া কাপের সেমিতেও প্রতিবেশী দেশটির কাছে হেরেছিল বাংলাদেশ। দুই এশিয়া কাপের হারে ছিল জাতীয় দল পর্যায়ের নিদাহাস ট্রফি ও ২০১৬ টি২০ বিশ্বকাপের হারের মিলও; প্রথমটিতে ২ রানে, পরেরটিতে ৫ রানে। তবে ভারতের বিপক্ষে শেষে গিয়ে তরী ডোবার এই স্মৃতি নয়, আকবররা রোমন্থন করতে চান দক্ষিণ আফ্রিকার মাটিতে ফাইনালে ওঠার পথচলা। জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করা, এরপর দক্ষিণ আফ্রিকাকে একপ্রকার উড়িয়ে (১০৪ রানে জয়) দিয়ে দ্বিতীয়বারের মতো সেমি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে সেই হারের বদলাই না হয় নিক বাংলাদেশের যুবারা।

ফাইনালের লড়াইয়ে শুরুতে বল করতে নেমে ভারতীয় যুবাদের কাঁপিয়ে দেয় বাংলাদেশ। পেস-বাউন্সে পরাস্ত করে ভারতীয় ব্যাটসম্যানদের সঙ্গে চোখের আগুন বিনিময় করেন শরিফুল-সাকিবরা। শুরুতে উইকেট তুলে নিয়ে রেকর্ড তিনবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ীদের চাপে ফেলে দেয় বাংলাদেশ যুবারা। মধ্যে ওপেনার জয়সাওয়ালে বড় রানের আশা করছিল ভারত। কিন্তু শেষ দিকে ১৬ রানে ৬ উইকেট তুলে নিয়ে ভারতকে ধসিয়ে দিয়েছে বাংলাদেশ। অলআউট করে দিয়েছে ১৭৭ রানে।

Shamol Bangla Ads

ব্যাট করতে নামা ভারত শুরুর ৭ ওভারে তুলতে পারে মাত্র ৯ রান। হারায় ১ উইকেট। ওপেনার দিপায়ন সাক্সোনা ১৭ বলে ২ রান করে আউট হন। পরে ওপেনার জয়সাওয়াল ও তিনে নামা তিলক ভার্মা ৯৪ রান যোগ করেন। ভার্মা ফেরেন ৩৮ রান করে। এরপরই ফিরে যান অধিনায়ক প্রায়াম গার্গ।

জয়সাওয়াল আবার উইকেটরক্ষক জুরেলকে নিয়ে নতুন শুরু করেন।কিন্তু ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা জয়সাওয়াল ফিরতেই হুমমুড় করে ধসে যায় ভারতীয় যুবাদের ব্যাটিং লাইনআপ। বিশ্বকাপে আগের পাঁচ ম্যাচে তিন ফিফটি এবং এক সেঞ্চুরি করা এই বাঁ-হাতি ওপেনার ফাইনালে খেলেন ৮৮ রানের ইনিংস। আটটি চারের সঙ্গে একটি ছক্কা মারেন তিনি।

জয়সাওয়াল দলের ১৫৬ রানে চতুর্থ উইকেট হিসেবে ফিরে যান। ভারত তার সঙ্গে ২১ রান যোগ করেই ৪৭.২ ওভারে অলআউট হয়ে যায়। শেষ ওই ২১ রানে তারা হারায় ৭ উইকেট। বাঁ-হাতি পেসার শরিফুল ভারতীয় শিবিরে জোড়া আঘাত দিয়ে ম্যাচে ফেরান দলকে। এরপর রান আউটে পরপর কাটা পড়ে তাদের আরও দুই ব্যাটসম্যান। দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ২২ রান করেন ধ্রুব জুরেল। এছাড়া অন্য কোন ব্যাটনম্যান দশের ঘরে রান নিয়ে যেতে পারেননি।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পেসাররা এ ম্যাচে বাজিমাত করেছেন। ৩ পেসার মিলে তুলে নেন প্রতিপক্ষের ৭ উইকেট। স্পিনার রাকিবুল নিয়েছেন মাত্র একটি উইকেট। বাংলাদেশ এ ম্যাচে উইকেট বিবেচনায় স্পিনার হাসান মুরাদকে বসিয়ে পেসার অভিষেক দাসকে দলে নেয়। তিনি ৯ ওভারে ৪০ রান দিলেও তুলে নেন ভারতের তিন উইকেট। এছাড়া অন্য দুই পেসার শরিফুল ইসলাম এবং সাকিব দুটি করে উইকেট নেন।
এ রিপোর্ট লেখে পর্যন্ত বাংলাদেশের ১৮ ওভারে প্রয়োজন ৩৫টি রান। এখনো ৩২ রান নিয়ে ক্রিজে আছেন দলপতি আকবর আলী।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!