বিনোদন ডেস্ক : গত বছর ২১ সেপ্টেম্বর ঢাকার একটি ৫ তারকা হোটেলে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মস-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। ওই আয়োজনের মূল চমক হয়ে ধরা দেন ঢালিউডের শাকিব খান ও বলিউডের নারগিস ফাখরী। ঢাকার অনুষ্ঠানে শাকিব খান ও নারগিস ফাখরী প্রথমবার এক মঞ্চে ওঠেন। ওই অনুষ্ঠান থেকে ঘোষণা আসে, দুজনকে নিয়ে একটি সিনেমা নির্মাণের। ওই প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। তবে তার আগে একসঙ্গে আবারও ওই ২ জন মঞ্চে উঠছেন। তবে এবার আর সিনেমার ঘোষণা নয় বরং মাতিয়ে দেবেন গানের সঙ্গে চোখ ধাঁধানো নাচের মাধ্যমে।
জানা গেছে, আগামী ৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’-এর ১৯তম আসর বসছে। ওইদিন সন্ধ্যা ৭টায় শহরের ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠেয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে উঠবেন বাংলাদেশ-ভারতের একাধিক তারকা। যার অন্যতম আকর্ষণ হয়ে থাকবেন শাকিব খান ও নারগিস ফাখরী। এ ছাড়াও কথা রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া ও বিপাশা বসুর উপস্থিতির। তথ্যগুলো জানিয়েছেন, আয়োজক আলমগীর খান আলম।
তিনি জানান, বাংলাদেশ এবং প্রবাসের সেরা কণ্ঠশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, নৃত্যশিল্পীদের অ্যাওয়ার্ড প্রদানের বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি চলছে। ১৯ বছরের ঐতিহ্য অটুট রাখতে এবারের ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড নানা চমকও রাখা হবে।