শ্যামলবাংলা ডেস্ক : ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের আমন্ত্রণে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে ইতালির রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমানে যাত্রা করেন তিনি।
সফরকালে প্রধানমন্ত্রী আগামীকাল জিউসেপ কোঁতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। ২ দেশের শীর্ষ নেতা সম্মেলনে দ্বিপক্ষীয় সার্বিক ইস্যুগুলোর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। সফরকালে ঢাকা ও রোমের মধ্যে ৩টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় রোমের ফিয়ামিসিনো বিমানবন্দরে অবতরণ করবে।