মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ ॥ দেশের সর্বকনিষ্ঠ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ সোমবার থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ-এর অধীনে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা শুরু হয়েছে । বোর্ডের ১৩১টি কেন্দ্রে মোট এক লাখ ৩হাজার ৮৭৬জন পরীক্ষার্থীর এরমধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল একলাখ ৩ হাজার ৫২৪জন। অনুপস্থিত ছিল ৩৫২জন। বোর্ডে কোনো শিক্ষার্থী বহিস্কার হয়নি এবং সুষ্ঠুও শান্তিপূর্ণভাবে প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকালে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল, জেলা প্রশাসক মিজানুর রহমান, সচিব অধ্যাপক কিরীট কুমার দত্ত, বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ মোঃ শামসুল ইসলাম, কলেজ পরিদর্শক মোঃ হাবিবুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই প্রথম দিনের পরীক্ষা শুরু হয়েছে। সকল পরীক্ষা ভালো ভাবে সম্পূর্ণ করতে ময়মনসিংহে সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। তবে কেউ পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিলে তা কঠোর হস্তে দমন করা হবে। প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালেও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল জানান, সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ময়মনসিংহ শিক্ষা বোর্ড কাজ করে যাচ্ছে। আশাকরি এসএসসি পরীক্ষায় স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসন, কেন্দ্র সচিব ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা থাকলে সুষ্ঠুভাবে নকলমুক্ত প্রতিটি পরীক্ষা সম্পন্ন হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।